সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ৩১টি মামলা, মাস্ক বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৭৫৫২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় লকডাউন মনিটরিং কার্যক্রমসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করে বিকাল ৫ টার পর দোকানপাট খোলা রাখা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, অভিযানকালে মোট ৩১ টি মামলায় ২৮হাজার ৩০০শত টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং জনসাধারণের মধ্যে ৩০০ মাস্ক বিতরণ করা হয়। । নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বলেন, কোভিড-১৯ মহামারির এই সময় নিজের সুরক্ষা অন্য যেকোন সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক থাকুন, ভিড় ও জনসমাগম এড়িয়ে চলুন। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশ।