সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে পিকআপভ্যান উল্টে নিহত-১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ ১০৯৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় ইটবাহী একটি পিকআপভ্যান উল্টে মো. পারভেজ হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে নাজিরপুর এলাকার শাহ আলম চেয়ারম্যানের বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত পারভেজ হোসেন উপজেলার কাদিরপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইট বোঝায় একটি পিকআপভ্যান নিয়ে নাজিপুর যাচ্ছিল পারভেজসহ কয়েকজন শ্রমিক। সকাল ৮টার দিকে গাড়ীটি শাহ আলম চেয়ারম্যান বাড়ীর সামনে পৌঁছলে সড়কে মোড় নিতে গিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা ইটের নিছে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় পারভেজ। ঘটনায় গাড়ীতে থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছে।
বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।