আসামী কাদের মির্জার ভাই ও ছেলে আ’লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা
- আপডেট সময় : ০৯:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ৬৮৪৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুর নবী চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বাদী হয়ে এ মামলাটি করেন (মামলা নং- ২০)।
কাদের মির্জার অনুসারী অব্যহতি প্রাপ্ত সাবেক যুবলীগ নেতা নাজিম উদ্দিন মিকনকে প্রধান আসামী, তার সহযোগি শহিদ উল্যাহ রাসেল প্রকাশ কেচ্ছা রাসেল, কাদের মির্জার ছেলে তাশিক মির্জা, ছোট ভাই শাহাদাত হোসেনসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-৩০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।
প্রসঙ্গত; সোমবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুর নবী চৌধুরীকে (৫৮) পিটিয়ে জখম ও গুলিবিদ্ধ করেছে সন্ত্রাসীরা। বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়ার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার দ্রæত অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই দিন অপারেশান শেষে তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধিন আছেন।