বিদ্যুৎস্পৃষ্টে সেনবাগে ট্রাক চালকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ৩৪৭৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম রনি (৪১) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে পলতি গ্রামের মাদানি ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম রনি কুমিল্লা জেলার লালমাই থানার বাগমারা ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ইটবাহী একটি ট্রাক নিয়ে মাদানি ইটভাটায় আসে সাইফুল। গাড়ীটি প্যার্কিং করার জন্য ইটভাটার এক পাশে রাখার চেষ্টা করে। এসময় বিদ্যুতের তারের সাথে ট্রাকের ওপরের অংশ লেগে বিদ্যুতায়িত হয়ে যায় গাড়ীটি। এতে করে গাড়ীতে থাকা সাইফুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।