নোয়াখালীর সুবর্ণচরে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১, আহত-২
- আপডেট সময় : ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ৪৬৫২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে সাদ্দাম হোসেন (৩০) নামের এক আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে মারা যান সাদ্দাম হোসেন। নিহত সাদ্দাম দক্ষিণ চরক্লার্ক গ্রামের মো. হাসানের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে হাজী ইদ্রিস মিয়ার বাজার সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। এসময় পাশ্ববর্তী সড়ক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সাদ্দামের মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলে তিন আরোহী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত ৮টার দিকে সাদ্দামের অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক দূর্ঘটনায় সাদ্দামের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।