ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ৩৯৬৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
ঈদেউল ফিতরের নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর সেনবাগে ঈদগাঁও মাঠের পাশেই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত মো. আবদুল হক (৭০), উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা গ্রামের লাল হাজী বাড়ির হাফেজ রৌশন আলীর ছেলে। তিনি অর্জুনতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ছিলেন।
শুক্রবার (১৩ মে) সকাল ৯টা ২০মিনিটের দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা গ্রামের হাজী হারিছ মিয়া জামে মসজিদের ঈদগাঁও মাঠে এই ঘটনা ঘটে।
৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুল হক সকালে ঈদ-উল ফিতরের নামাজ পড়তে দক্ষিণ গোরকাটা গ্রামের হাজী হারিছ মিয়া জামে মসজিদে যায়। ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঈদগাঁও মাঠের পাশেই হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।