সেনবাগে সড়ক দূর্ঘটনায় এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত
- আপডেট সময় : ০৬:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১ ২৮৯৭ বার পড়া হয়েছে
সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগের ফেনী-নোয়াখালী মহাসড়কের পপুলার বিস্কুট ফ্যাক্টরীর সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ বেলাল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
এঘটনায় মো.আরাফাত ওরফে বাবু (২০) নামের একমোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হয়েছে । নিহত ও আহত দুইজন পেশায় ইলেকট্রিক মিস্ত্রী।
নিহত বেলাল হোসেন সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শায়েস্তা নগর গ্রামের মুজা মিয়া হাজী বাডীর আবদুল গোফরান মিয়ার ছেলে। গতকাল রোববার বিকাল ৪ টারদিকে এই দুঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার বিকেলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দুইবন্ধু বেলাল ও আরাফাত জমিদার হাট বাজারের দিকে রওয়ানা দিয়ে পপুলার বিস্কুট ফ্যাক্টরীর সামনে পৌঁছলে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার ওপর পড়লে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল বাতেন মৃধা জানান, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার পুলিশকে অবহিত করেনি।