অগ্নিকান্ডে নোয়াখালীতে কটন ইন্ডাস্ট্রিতে অর্ধকোটি টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

নোয়াখালী প্রতিবেদক:

 

 

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমুহনীর গনিপুরে আমেনা কটন ইন্ডাস্ট্রিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার দুটি সেডই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে এ অগ্নিকান্ড সংগঠিত হয়। জানাযায়, কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার দুটি শেডে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইন্ডাস্ট্রির দুটি শেড পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. সোলায়ামান দাবি করেন।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশান কমান্ডার জহিরুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে জানানো হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০