সংবাদ শিরোনাম ::
চৌমুহনী এস এ কলেজের মেধাবী শিক্ষার্থী নাজমুলের মেডিকেল কলেজে ভর্তি ও অন্যান্য খরচ বাবত আর্থিক অনুদান প্রদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ৭৬৫০ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
চৌমুহনী সরকারি এস এ কলেজ এ্যালামনাই এ্যাসোসিয়েশন কর্তৃক সরকারি মেডিকেলে ২০২০-২০২১ শিক্ষাবষে’ চাঞ্জ প্রাপ্ত মেধাবী শিক্ষাথী’ (নাজমুল) এর ভর্তি ও অন্যান্য খরচ বাবত আর্থিক অনুদান নগদ ৫০,০০০/ টাকা প্রদান করা হয়, কলেজের বত’মান অধ্যক্ষ জনাব প্রফেসর আবুল বাশার স্যারের নিকট।
উক্ত অনুষ্ঠানে কমিটির প্রিয় ব্যাক্তিবর্গ মো: মোরশেদুল আমিন ফয়সল, প্রকৌশলী মো: ছারওয়ার হোসেন (মিলন), ইমরান নুর রফি, মো: আবুল বাছির, মো: ইয়াসিন সুমন, বেলাল আহমেদ সহ কলেজের শিক্ষকমন্ডলীগণ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য তাদের এ কলেজ হতে এ বছর ৩জন মেধাবী শিক্ষাথী’ সরকারি মেডিকেলে চাঞ্জ পায়।
এসময় সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান সহযোগিতা করার জন্য।