বেগমগঞ্জের জমিদারহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ মে, ২০২১

নোয়াখালী প্রতিবেদক:

 

 

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নোয়াখালীর বেগমগঞ্জে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন সিএনজি যাত্রী।

শনিবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জমিদারহাট বাজারের নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক মো.রাসেল (২৪) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ফজল হকের ছেলে। তাৎক্ষণিক আহত দুই সিএনজি যাত্রীর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত সিএনজি-ট্রাক এলাকাবাসী আটক করলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ দুটি যানবাহন তাদের হেফাজতে নেয়। তবে ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী থেকে একটি যাত্রীবাহী সিএনজি পার্শ্ববর্তী দাগনভূঞা উপজেলার উদ্দেশে রওয়ানা দেয়। সিএনজিটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান। পরে আহতদের উদ্ধার করে ফেনীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

এএসআই রবিউল আরো বলেন, ট্রাকের একটি চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১