মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোয়াখালীতে চালক নিহত
- আপডেট সময় : ০৪:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ২৭৬৮ বার পড়া হয়েছে
প্রতিবেদক, নোয়াখালী:
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পিছলে পড়ে নোয়াখালী জেলা শহর মাইজদীতে মো. রকি (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের আরও এক আরোহী।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে সোনাপুর-মাইজদী সড়কের মাইজদী মফিজ প্লাজার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রকি সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের জায়েদুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ এলাকা থেকে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদী আসছিল রকি’সহ দুই জন। পথে তাদের মোটরসাইকেলটি শহরের মফিজ প্লাজার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে মোটরসাইকেলসহ সড়কে পড়ে গিয়ে আহত হয় তারা। পরে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক সড়ক দূর্ঘটনায় রকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।