বৃষ্টির সময় ২ঘন্টার বজ্রপাতে নোয়াখালীর বিভিন্ন স্থানে ৫টি গরুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ জুন, ২০২১

নিজেস্ব প্রতিবেদক, নোয়াখালী:

 

দুই ঘন্টার বজ্রপাতে নোয়াখালীর সুবর্ণচর ও সেনবাগ উপজেলায় ৫টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই সময় কোন মানুষের হতাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।

রোববার (৬ জুন) দুপুর পৌনে ১২টার দিকে সেনবাগের ৮নং বিজবাগ ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামে ও সুবর্ণচর উপজেলার ৪নং চরওয়াপদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামে এবং পূর্ব চরবাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বজ্রপাতের শিকার হয়ে ৫টি গরু মারা যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুর পৌনে ১২টার দিকে বৃষ্টি চলাকালীন সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামের মুজা মিয়ার বাড়ির মাঈন উদ্দিন প্রকাশ হুক্কা মিয়ার ২টি গরু গোয়াল ঘরে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়। এ সময় একটি ঝাউগাছ বজ্রপাতের শিকার হয়ে ফেটে চৌচির হয়ে যায়। অপরদিকে, দুপুর পৌনে ১২টার দিকে সূবর্ণচরের ৪নং চরওয়াপদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরকাজী মোখলেছ উচ্চ বিদ্যালয় সংলগ্ন গ্রামের খেতে ঘাস খাওয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে স্থানীয় আব্দুল মান্নান মেম্বারের ১টি গরু ও উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুন্সির হাট বাজার সংলগ্ন বাসিন্দা মালেক সর্দার বাড়ির হোসেন বেপারীর ১ টি গরু খেতে ঘাস খেতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়। একই সময়ে সুবর্ণচর উপজেরার পূর্ব চরবাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ১টি গরু মারা যায়।
স্থানীয় বাসিন্দা সোহেল জানান, এর আগেও উপজেলার মোহাম্মপুর ইউনিয়নে আক্তার মিয়ার হাট এলাকায় ২টি, হেমায়েত মার্কেট এলাকায় ৩টি ও চরজব্বর ইউনিয়নে ১টি গরু বজ্রপাতে মারা যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা , বিষয়টি নিশ্চিত করেন। তারা আরও জানান, সুবর্ণচর ও সেনবাগ উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে আজ দুইটি গরু মারা যাওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০