কোম্পানীগঞ্জে গোসল করতে গিয়ে দারোয়ানের মৃত্যু, ৪ঘন্টা পর মরদেহ উদ্ধার করল পুলিশ
- আপডেট সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১ ২৯৯৩ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে বাথরুমে গোসল করতে গিয়ে হার্ট অ্যাটাক করে এক দারোয়ানের করুন মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) বিকেল পৌনে ৪টার দিকে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের স্বপ্ন নিবাস কমপ্লেক্সের নিচ তলা থেকে ঘটনার আনুমানিক ৪ঘন্টা পর বাথরুমের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল কালাম (৬৫) উপজেলার চর পার্বতী ইউনিয়নের মৃত রেজাউল হকের ছেলে। বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম ছিদ্দিক জানান, নিহত আবুল কালাম ৫তলা ভবনের দারোয়ান হিসেবে কাজ করত। আজ সকালের দিকে ওই বাসার লোকজন তাদের কাজে কর্মে চলে যায়। ধারণ করা হচ্ছে, সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে সে বাথরুমে গোসল করতে ঢুকে। বাসার লোকজন দুপুর ২টা থেকে তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা দেখতে পান বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ। পরে পুলিশের উপস্থিতিতে বাথরুমের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে নিহতের পরিবারের ভাষ্যমতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।