নোয়াখালীর সুধারামে ইয়াবাসহ আটক-১
- আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১ ৮২৯৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিন (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত রিয়াজ উদ্দিন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের আহম্মদ সর্দার বাড়ির আহম্মদ করিমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মাদকদ্রব্য উদ্ধারের জন্য জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রাত দেড়টার দিকে সোনাপুর বাজার এলাকায় থেকে রিয়াজ উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, আটককৃত রিয়াজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেরও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।