কবিরহাটে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর পরিদর্শনে জেলা প্রশাসক
- আপডেট সময় : ১২:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ৫০০২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া নোয়াখালীর কবিরহাট উপজেলার প্রায় ৭০টি ঘর পরিদর্শনে গিয়ে অসহায় পরিবার গুলোর মাঝে প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেন জেলা প্রশাসক মো: মোহাম্মদ খোরশেদ আলম খাঁন।
শনিবার (১০ জুলাই) বিকালে উপজেলার ০৩নং ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ ও নলুয়া গ্রামের উপকার ভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’ এর চলমান নির্মাণ কাজ ও ইতোমধ্যে নির্মিত ঘরে বসবাসকারীদের বর্তমান অবস্থা পরিদর্শন করার পাশাপাশি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিউল হক, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
ভিডিও