গরু বাজার বন্ধের অভিযানে কবিরহাটে ম্যাজিস্ট্রেটের গাড়ীতে হামলা, ভাঙচুর
- আপডেট সময় : ০৭:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ৫৪৫২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করে আসন্ন কুরবানি উপলক্ষ্যে চিরিংগা বাজারে গুরর হাটের আয়োজন করা হয়। সোমবার দুপুর থেকে ওই বাজারে গরু আনতে শুরু করে বিক্রেতারা। বিকেলে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ওই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন কবিরহাট থানার সহকারি উপ-পরিদর্শক রফিক উল্যার নেতৃত্বে একদল পুলিশ।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নিষেধ অমান্য করে চিরিংগা বাজারে গরুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে উৎসুক জনতা লাঠি-সোটা নিয়ে তাতে হামলা চালায়। এতে গাড়ির ভিতরে ও বাইরের অংশের কাচ ভেঙে গেছে। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
তিনি আরও জানান, স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে গরু বাজারটি বন্ধ করা হয়েছে।
কবিরহাট থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।