কবিরহাটে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ১৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার-১ ভিডিও
- আপডেট সময় : ০৪:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ৪৬৫৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিংগা বাজারে দায়িত্ব পালনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় মো. দেলোয়ার নামের একজনকে গ্রেপ্তার করেছে কবিরহাট থানা পুলিশ।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া।
তিনি জানান, ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনায় সোমবার রাতেই তাঁর পেশকার দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৪জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত আরও একাধিক ব্যক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। রাতেই ধানসিঁড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, চলমান লকডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করে আসন্ন কুরবানি উপলক্ষ্যে সোমবার ধানসিঁড়ি ইউনিয়নের চিরিংগা বাজারে গরুর হাটের আয়োজন করা হয়। বিকেলে খবর পেয়ে পুলিশ নিয়ে ওই বাজারে অভিযান চালান জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে উৎসুক জনতা লাঠি-সোটা নিয়ে তাতে হামলা চালায়। এতে গাড়ির ভিতরে ও বাইরের অংশের কাচ ভেঙে ক্ষতিগ্রস্থ হয়। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ভিডিও