করোনা রোগিদের জন্য নোয়াখালীতে বিএনপির স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ জুলাই, ২০২১

নোয়াখালী প্রতিবেদক:

 

নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে মাইজদীর রশিদ কলোনি এলাকায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের বাস ভবনের একটি কক্ষে করোনা রোগিদের জন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার দুপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মো. শাহজাহান।

 

মো. শাহজাহান জানান, এ কেন্দ্র থেকে করোনা রোগিরা সব ধরণের সহায়তা পাবে। যার মধ্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, ওষধ, অসহায় মৃত ব্যক্তির দাফনের ব্যবস্থা অন্যতম। এ জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে নিয়ে তিনটি কমিটি গঠন করা হয়েছে। শুধু বিএনপি নয় সকল দল ও ধর্মের ব্যক্তিরা এ স্বাস্থ্যসেবা কেন্দ্রের সুফল পাবে। এছাড়া গরীব-অসহায় রোগিদের চিকিৎসার সকল ব্যয় বহন করা হবে এ কেন্দ্রের মাধ্যমে।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু’সহ দলের অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০