কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ১০:২৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ৮৫৬৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পদুয়া গ্রামের বাচ্চু ফোরমানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই বাড়ির বাচ্চু ফোরমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চু ফোরমানের ঘরে কেউ ছিল না। সন্ধ্যার পর পরিবারের লোকজন ঘরের ভিতর এসে হাতে বিদ্যুতের তার পেঁছানো অবস্থায় সোহাগের লাশ পড়ে থাকতে দেখে। নিহতের লাশের পাশে তার ব্যবহৃত ভেজা একটি লুঙ্গি পাওয়া যায়।
পরিবারের লোকজন জানায়, বিকেলে সোহাগ বাহির থেকে বাড়ি আসে। এরপর কোন একসময় সে গোসল করে ঘরে ডুকে। পরে তার পরনে থাকা পানিতে ভেজা লুঙ্গিটি ঘরে থাকা বিদ্যুতের তারের ওপর দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায় বলে ধারণা করছেন তারা।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।