নোয়াখালীর সুধারামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০৩:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১ ৬৯৫২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব হোসেন শরীফ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।
মঙ্গলবার দুপুরে জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে। এরআগে সোমবার দিবাগতরাত ৯টার দিকে জাহানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন শরীফ ওই গ্রামের সুলতান শরীফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে মেয়েরা আলাদা থাকায় নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে একা থাকতেন মোতালেব। সারাদিন অটোরিকশা চালিয়ে যা আয় হতো তা দিয়ে তাদের সংসার চলতো। প্রতিদিনের ন্যায় সোমবার সারাদিন রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরে আসেন তিনি। স্ত্রী পাশের বাড়িতে থাকায় রিকশাটি নিয়ে নিজ ঘরের পাশের চার্জে দিতে যান মোতালেব। এসময় বিদ্যুতের তারে ত্রুটি থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে তার স্ত্রী এসে মোতালেবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে মোতালেব হোসেন শরীফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।