অস্ত্র ও গুলিসহ সোনাইমুড়ীতে এক যুবক আটক
- আপডেট সময় : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১ ৬১০৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে অভিযান চালিয়ে আমির হামজা নাহিদ (২২) নামের এক যুবককে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১১০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে র্যাব-৩ এর একটি দল তাকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়। আটককৃত আমির হামজা নাহিদ কালুয়াই গ্রামের মৃত নূর নবীর ছেলে।
এরআগে বৃহস্পতিবার রাতে জুনদপুর বাজারে পল্লীমঙ্গল স্কুলের দক্ষিণ পাশে স্কুল রোডে জাহাঙ্গীর মিয়ার চটপটি দোকানের ভেতর অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে নাহিদ। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটকের পর তার দেহে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে ঢাকার র্যাব-৩ এর একটি দল অস্ত্রসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।