নোয়াখালীর সোনাপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ১০:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ৫৫১৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালী পৌর এলাকার সোনাপুর রঘু চেয়ারম্যান বাড়ি এলাকায় দোকান থেকে ডেকে নিয়ে পারভেজ (৩০) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে তার বন্ধু রানা (৩২)। আশংকাজনক অবস্থায় আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী পারভেজ পৌর এলাকার লালপুরের মোকলেস হাজী বাড়ির আব্দুল গফুরের ছেলে। তিনি সোনাপুর বাজারে ব্যবসা করতেন।
আহতের স্বজনরা জানান, রাতে নিজ দোকানে বসে ছিলেন পারভেজ। রাত সাড়ে ১১টার দিকে রানা দোকানে এসে পারভেজকে ডেকে পাশ্ববর্তী রঘু চেয়ারম্যানের বাড়ির সামনে নিয়ে যায়। কোন কিছু বুঝে উঠার আগে একটি ছোরা বের করে পারভেজকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে সে। এতে পারভেজের গলা, বাম হাত ও পেটে গুরুত্বর জখম হয়। পরে পারভেজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় রানা।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, আহত পারভেজকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শমতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হামলাকারী রানা পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে।