নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ইসলামী যুব আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা
- আপডেট সময় : ০৪:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ ১১৬৭৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
“আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে” এই শ্লোগানে লালিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগি সংগঠণ ইসলামী যুব আন্দোলন নোয়াখালী দক্ষিণ জেলার উদ্যোগে থানা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা ও সৈয়দ ফজলুল করিম রহঃ-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলা শহরে রোমান্সিয়া রেস্টুরেন্টে জেলা দক্ষিণ শাখা সভাপতি মাওঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মাসউদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আ হ ম আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলা শাখা প্রশিক্ষণ সম্পাদক মুফতি মোহাম্মদ উল্যাহ জসিম।
প্রধান অতিথির বক্তব্যে আ হ ম আলাউদ্দীন বলেন,যেই যুবক রক্তদিয়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো,যেই যুবক নিজের ভাষার জন্য রক্তদিয়ে সারাবিশ্ব আলোচিত করেছিলো,সেই যুবক আজ সমাজের সকল অপকর্মের নায়ক। সেই যুবক আজ নেশা ও খুন-ধর্ষণ সহ সকল প্রকার দূর্নিতীর বিজয়ি বীর। এই গর্বিত যুব সমাজকে আলোরপথে ফিরিয়ে আনতে ইসলামী যুব আন্দোলনের বিকল্প নেই বলে দাবী করেন আ হ ম আলাউদ্দীন।
এসময় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখা সভাপতি মাওঃ মাহমুদুর রহমান। সেক্রেটারী মাওলানা ফিরোজ আলম।
সাংগঠনিক সম্পাদক হাফেজ কাউসার আহমদ। দপ্তর সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ মুদ্দাসসির হোসাইন। ইসলামী শ্রমিক আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহা. দিদার হোসাইন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী দক্ষিণ জেলা সভাপতি মুহা. শাহাদাত হোসাইন প্রমূখ।