‘সবচেয়ে বেশি স্বার্থপর ক্রিকেটার স্টিভ ওয়াহ’
- আপডেট সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ২৮১ বার পড়া হয়েছে
এনকে বার্তা ডেস্ক::
অস্ট্রেলিয়ার সফল অধিনায়কের তালিকায় নাম আছে স্টিভ ওয়াহ’র। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপের স্বাদও দিয়েছেন তিনি। ঐ দলের এবং দীর্ঘদিন ধরে স্টিভের সাথে খেলার রেকর্ড রয়েছে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের। সেই ওয়ার্নই স্টিভ ওয়াহকে নিজ ক্যারিয়ারে দেখা সবচেয়ে বড় স্বার্থপর ক্রিকেটার হিসেবে অভিহিত করলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সম্প্রতি একটি ভিডিও আপলোড হয়। সেখানে লেখা হয়, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৪টি রান আউটের সাথে জড়িত ছিলেন স্টিভ। এর মধ্যে ৭৩বার রান আউট হয়েছেন স্টিভের পার্টনার। এখানে সেইসব দুর্ভাগাদের ভিডিও।’
ঐ ভিডিওর পর টুইট করেন ওয়ার্ন। তিনি বলেন, ‘রেকর্ডের কারনে ১হাজার বার বলছি, আমি স্টিভকে ঘৃনা করি না। তবে সে খুবই স্বার্থপর ক্রিকেটার ছিলো। সম্প্রতি আমার পছন্দের সেরা অস্ট্রেলিয়ান দলে তাকে নেয়া হয়েছে। কিন্তু আমি যতজনের সাথে খেলেছি তারমধ্যে, স্টিভ সবচেয়ে বেশি স্বার্থপর ক্রিকেটর।’
গত ৩০ মার্চ অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা একাদশ বাছাই করেন ওয়ার্ন। ঐ একাদশের অধিনায়ক অ্যালান বোর্ডার। সেই দলে স্টিভ ওয়াহও আছেন। ইনস্টাগ্রামের মাধ্যমে, নিজের সেরা দল বাছাই করেন ওয়ার্ন। স্টিভকে নিয়ে ওয়ার্ন আরও বলেন, ‘ম্যাচ জয়ের চেয়ে ম্যাচ বাঁচানোই বেশি পারদর্শী ছিলেন স্টিভ।’