বালু খেকোদের অত্যাচারে অতিষ্ঠ এলকাবাসি, সূবর্ণচরে সড়ক রক্ষায় মানব বন্ধন
- আপডেট সময় : ০৫:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ৬৫৫৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সূবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের সোলায়মান বাজার এলাকায় স্থানীয় প্রভাবশালী বালু খেকোদের বালু পরিবহন কাজে নিয়োজিত দানবীর ট্রাক ও কাভারভ্যান চলাচলের কারণে প্রায় ৩০কি:মি: আধা পাকা সড়কের বেহাল দশা। যারফলে জনদূর্বোগ পোহাচ্ছেন সড়কটি ব্যাবহারকারী ১০/১২ গ্রামের প্রায় ২০/২৫ হাজার মানুষ। সড়ক রক্ষার দাবিতে মানব বন্ধন করেছে গ্রাম গুলোর সাধারণ মানুষ।
শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১ঘটিকায় বেহলাদশা সড়কের উপর শহ¯্রাধিক মানুষের উপস্থিতিতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানব বন্ধনে সাধারণ মানুষের দাবি সড়ক দিয়ে আর কোন ভারি পরিবহন চলবেনা। অত্র এলাকার জন সাধারনের হাট বাজার ও সাধারণ কৃষকদের উৎপাদিত সব্জি বাজার জাতের একমাত্র সড়ক এটি। তাই সড়কটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত বালু ব্যাবসায়ী বাচ্চু জানান, এলাকায় মানব বন্ধনের বিষয়ে তিনি কিছুই জানেন না। পরে সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলবে বলে কল কেটে দেন তিনি।
সড়ক রক্ষার মানব বন্ধনের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা জানান, এ বিষয় তিনি অবগত নন। তবে এলাকাবাসি অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গহন করা হবে।