নোয়াখালী, নোয়াখালী সদর, শিক্ষাঙ্গন | তারিখঃ অক্টোবর ২০, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 25140 বার

নোয়াখালী প্রতিনিধি :
করোনার কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর গত ১২ সেপ্টেম্বর থেকে সীমিত আকারে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে গত ২৭ সেপ্টেম্বর ২০২১ সালের এসএসসি পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়েছে। ঘোষিত রুটিন অনুযায়ী আগামী ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। নোয়াখালীতে ওই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে আদর্শ কোচিং সেন্টার।
বুধবার দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদী পুরাতন বাসস্ট্যান্ডের ক্যাপে আড্ডা রেস্টুরেন্টের অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ আদর্শ কোচিং সেন্টার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আদর্শ কোচিং সেন্টারের পরিচালক রনি চৌধুরী ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন সুমন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, পরীক্ষার্থী চাঁদনি মনি, দিদার হোসেন, ইয়াসমিন আক্তার সাথী ও সজিব হোসেন। অনুষ্ঠানে আদর্শ কোচিং সেন্টারের ৩০জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
Leave a Reply