সংবাদ শিরোনাম ::
দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপির সংবাদ সম্মেলন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ ১৭১০১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে সাম্প্রাদায়িক হামলার ঘটনায় দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। মঙ্গলবার জেলা শহর মাইজদীতে কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহানের বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার অভিযোগ করেন, পূজা মন্ডপে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটানো হলেও সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানী ও গ্রেপ্তার করছে। এমনকি বেগমগঞ্জের সাবেক সংসদ সদস্য বরকত উল্লা বুলুকে হুকুমের আসামী করা হয়েছে যা ঐ এলাকার জনগণ বিশ্বাস করে না।
সংবাদ সম্মেলনে নোয়াখালীতে সাম্প্রাদায়িক হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতার আনার দাবি জানানো হয়।