ধানশালিক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ সভাপতি কামালের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১ ১৪৫৬২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে নোয়াখালী কবিরহাট উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে চেয়াম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুজ্জামান কামালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) বিকাল থেকে বাদ মাগরিব পর্যন্ত ধান শালিক ইউনিয়নের জনতা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী প্রেসার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বর্তমান চেয়ারম্যানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এবং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুজ্জামান কামালের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রশংসা করে আগামীতে সুন্দর সমৃদ্ধি মডেল ধানশালিক ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামালকে এগিয়ে যাওয়ার আহবান জানান।