চাপরাশিরহাটে মেম্বার প্রার্থী মিজানুর রহমানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১ ২৯২৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড অমরপুর গ্রামের মেম্বার পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অমরপুর যুব সমাজের আয়োজনে শনিবার বাদ আছর চাপরাশরিহাট ইউনিয়নের অমরপুর গ্রামের মেম্বার প্রার্থী মিজানুর রহমান মিজানের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত শহস্রাধিক নারী-পুরষের অংশগ্রহনে মেম্বার প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিজানকে সমর্থনের মধ্য দিয়ে আগামী ইউপি নির্বাচনে এগিয়ে যাওয়ার আহবান জানান তারা।
উক্ত উঠান বৈঠকে বক্তরা মিজানুর রহমান মিজানের পারিবারিক ঐতিয্যকে তুলে ধরে বিগত দিনে অত্র এলাকায় মিজানের কর্মকান্ড তুলে ধরে তার এ কর্মকান্ড গুলোকে আরো প্রসারিত করার লক্ষে আগামী ২৩ ডিসেম্বর মেম্বার প্রার্থী মিজানুর রহমান মিজানকে সতেজফূর্ত ভোটের মাধ্যমে বিজয়ী করার আহবান জানানো হয়।