ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

বিপিএলে ৬ ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা, প্রাইজমানি ১ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ১৭২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ৬টি ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে জানানো হয়েছে চ্যাম্পিয়ন আর রানার্সআপ দলের প্রাইজমানি। নির্ধারণ করা হয়েছে খেলোয়াড়দের তালিকা আর ভেন্যু। তবে ড্রাফটের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সঙ্গে উদ্বোধী অনুষ্ঠান নিয়েও আছে শঙ্কা।

আজ বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, ‘এখন পর্যন্ত ৬টি দল প্রায় চূড়ান্ত। এই দলগুলোকে আমরা কিছু শর্ত দিয়েছি, যেমন- টাকা জমা দেওয়া, পার্টিসিপেশন মানি জমা দেওয়া। আজ বা কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদের আমরা গ্রহণ করে নেব। না হলে আমাদের আরও ২-৩টি আগ্রহী ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলা আছে, মানে ব্যাকআপ আছে। এই ছয়টির মধ্যে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা আছে। এই ছয়টি দলকে নিয়ে আয়োজন করার ব্যাপারে ঠিক করেছি।’

প্লেয়ার্স ড্রাফটসম্যান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্লেয়ার্স ড্রাফটের জন্য দুটি তারিখ কথা বলে রেখেছি। একটি ২৭ ডিসেম্বর, নাহলে ৩-৫ জানুয়ারি। ড্রাফটের বাইরে একজন স্থানীয় খেলোয়াড় ও ৩ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে।’

বিপিএলে অষ্টম আসরে পারিশ্রমিক বাড়ছে ক্রিকেটারদের। আইকন ক্রিকেটার রাখা হচ্ছে না। ‘এ’ ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের সম্মানী ৫০ লাখ থেকে বেড়ে এবার ৭০ লাখে ঠেকেছে। এবার ক্যাটাগরি করা হয়েছে ৬টি। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত।

মল্লিক বলেন, ‘লোকাল প্লেয়ারদের জন্য ৭০, ৩৫, ২৫, ১৮ ও ১২ লাখ এরকম করে আছে। বিদেশিরা ৭০ হাজার ডলার থেকে শুরু। তারপর ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার এমনই।’

বিপিএল জানুয়ারি মাসের ২০ তারিখ শুরু করে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ শেষ করার ভাবনা বোর্ডের। ভেন্যু হিসেবে ঢাকার পাশাপাশি থাকছে চট্টগ্রাম ও সিলেট। তবে উদ্বোধনী নিয়ে আছে শঙ্কা।

মল্লিকের ব্যাখ্যা, ‘আজ অনেক বোর্ড পরিচালক ছিলেন, সভাপতি ছিলেন। এখন যে পরিস্থিতি, তাতে একটু কঠিন। একদম না বলে দিচ্ছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিপিএলে ৬ ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা, প্রাইজমানি ১ কোটি টাকা

আপডেট সময় : ০৮:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ৬টি ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে জানানো হয়েছে চ্যাম্পিয়ন আর রানার্সআপ দলের প্রাইজমানি। নির্ধারণ করা হয়েছে খেলোয়াড়দের তালিকা আর ভেন্যু। তবে ড্রাফটের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সঙ্গে উদ্বোধী অনুষ্ঠান নিয়েও আছে শঙ্কা।

আজ বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, ‘এখন পর্যন্ত ৬টি দল প্রায় চূড়ান্ত। এই দলগুলোকে আমরা কিছু শর্ত দিয়েছি, যেমন- টাকা জমা দেওয়া, পার্টিসিপেশন মানি জমা দেওয়া। আজ বা কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদের আমরা গ্রহণ করে নেব। না হলে আমাদের আরও ২-৩টি আগ্রহী ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলা আছে, মানে ব্যাকআপ আছে। এই ছয়টির মধ্যে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা আছে। এই ছয়টি দলকে নিয়ে আয়োজন করার ব্যাপারে ঠিক করেছি।’

প্লেয়ার্স ড্রাফটসম্যান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্লেয়ার্স ড্রাফটের জন্য দুটি তারিখ কথা বলে রেখেছি। একটি ২৭ ডিসেম্বর, নাহলে ৩-৫ জানুয়ারি। ড্রাফটের বাইরে একজন স্থানীয় খেলোয়াড় ও ৩ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে।’

বিপিএলে অষ্টম আসরে পারিশ্রমিক বাড়ছে ক্রিকেটারদের। আইকন ক্রিকেটার রাখা হচ্ছে না। ‘এ’ ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের সম্মানী ৫০ লাখ থেকে বেড়ে এবার ৭০ লাখে ঠেকেছে। এবার ক্যাটাগরি করা হয়েছে ৬টি। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত।

মল্লিক বলেন, ‘লোকাল প্লেয়ারদের জন্য ৭০, ৩৫, ২৫, ১৮ ও ১২ লাখ এরকম করে আছে। বিদেশিরা ৭০ হাজার ডলার থেকে শুরু। তারপর ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার এমনই।’

বিপিএল জানুয়ারি মাসের ২০ তারিখ শুরু করে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ শেষ করার ভাবনা বোর্ডের। ভেন্যু হিসেবে ঢাকার পাশাপাশি থাকছে চট্টগ্রাম ও সিলেট। তবে উদ্বোধনী নিয়ে আছে শঙ্কা।

মল্লিকের ব্যাখ্যা, ‘আজ অনেক বোর্ড পরিচালক ছিলেন, সভাপতি ছিলেন। এখন যে পরিস্থিতি, তাতে একটু কঠিন। একদম না বলে দিচ্ছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি।’