গার্ড অব অনারের মধ্য দিয়ে রাষ্টীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা আব্দুল গফুর
- আপডেট সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২ ৩৩৫৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাট উপজেলার ২নং সুন্দলপুর মডেল ইউনিয়নের পুর্ব রাজুর গাঁও গ্রামের কৃতি সন্তান ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের দাপন সম্পূর্ণ হয়েছে।
সোমবার বিকাল ৩টায় রাষ্টীয় মর্যাদায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সহ সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের উপস্থিতিতে গার্ড অব অনার, পুস্তর্বক অর্পন ও জাতীয় পতাকা দিয়ে সম্মান জানানোর মধ্য দিয়ে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় ৭১ এর এ বীরমুক্তিযুদ্ধা আব্দুল গফুরকে।
এর আগে রবিবার দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর জেলা শহর মাইজদীর গুডহিল হসপিটালে ইন্তেকাল করেন এবীর সেনানীআব্দুল গফুর মিয়া ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর।
পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে যাওয়ার সময় তিনি স্ত্রী এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।