নোয়াখালীতে ইউপি সচিব সমিতির সেলিম সভাপতি, সহিদ সম্পাদক নির্বাচিত
- আপডেট সময় : ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ৩৯১৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি :
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) নোয়াখালী জেলা শাখায় পুনরায় আ.ন.ম সেলিমকে সভাপতি ও মো. সহিদুল ইসলাম সহিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার রাতে নোয়াখালী সদর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) নোয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাপসা’র জেলা কমিটি মেয়াদত্তীর্ণ হওয়ায় জেলা কমিটির সাধারণ সম্পাদক কমিটি হতে পদত্যাগ করার প্রস্তাব করলে উপস্থিত সকল ইউপি সচিব তাদেরকে পদত্যাগ না করে পুনরায় দ্বায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেন।
পরে সর্বসম্মতভাবে সমর্থন দিয়ে আ.ন.ম সেলিমকে সভাপতি ও মো. সহিদুল ইসলাম সহিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় নোয়াখালী বাপসার সভাপতি আ.ন.ম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম সহিদের সঞ্চালনায় জেলায় কর্মরত ৮৭ জন ইউপি সচিবের মধ্যে ৭৭ উপস্থিত ছিলেন।