নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে বসত ঘর নির্মাণে ঠিকাদারি কাজ ও চাঁদার টাকা না পেয়ে রহমত উল্যাহ (৬০) নামের এক বৃদ্ধাকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভূক্ত ৫নং আসামি মো. রকি (২৬) ও ৬নং আসামি সোহেল (২২) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলার দেবীপুর ও কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট রাস্তার মাথা এলাকার অজি উল্যার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রকি ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের বাবুলের ছেলে ও সোহেল দেবীপুর গ্রামের শহিদ উল্যার ছেলে।
র্যাব সূত্রে জানায়, রহমত উল্যাহ তাঁর বসত বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ের ইলেকট্রিকের কাজ অথবা দুই লাখ টাকা চাঁদা দাবি করে গ্রেপ্তারকৃত আসামিসহ কয়েকজন। কিন্তু তাকে কাজ দিতে অপরাগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার সকালে রহমতের ঘরের ছাদের কাজ করার সময় রকি, ফরহাদ ও জোবায়েদের নেতৃত্বে ওই বাড়িতে হামলা চালিয়ে রহমতের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। আহত রহমত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় আহতের ভাই বাদি হয়ে ৬জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র্যা ব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথকস্থানে অভিযান চালিয়ে মামলায় এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।