ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

দেশের মানুষের ক্রয় ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ৭৮২১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গত ১৩ বছরে সাড়ে চারগুণ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । তিনি বলেন, মানুষের ক্রয় ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারণে পুরও বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে যোগদানকালে দু’দেশের শূন্যরেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব প্রশংসা করছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রশংসা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা উন্নয়নে কিছু দেখতে পায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরা মানুষকে প্রতারিত করেছে। তারা যখন ক্ষমতায় ছিল নিজেদের আখের ঘুছিয়েছে। তারা হাওয়া ভবন পরিচালনা করে সমান্তরাল সরকার পরিচালনা করেছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে নিয়ে গেছে। তারেক জিয়া বিদেশে বসে এখন বিলাসবহুল জীবনযাপন করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা যদি অপরাজনীতি না করত, সবকিছুতে না না-বলতো তাহলে গত ১৩ বছরে দেশ আরও অনেক দূর এগিয়ে যেত।

এসময় তিনি বাংলাদেশের চ্যানেলগুলো ভারতের বিভিন্ন রাজ্যে প্রচার বিষয় নিয়েও কথা বলেন। এর আগে এদিন বিকেলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন নায়ক-নায়িকা সহ ২৮ সদস্যের প্রতিনিধি দল। একই পথে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের অবস্থান করবেন। তিনি ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরার আগরতলার দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব এবং ২৪ থেকে ২ মার্চ পর্যন্ত আসামের গৌহাটির প্রথম বাংলাদেশ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন। এসব আয়োজনে তিনি প্রধান অতিথি থাকবেন। চলচ্চিত্রের অনেক তারকা ইতিমধ্যেই ভারতে গেছেন।

মন্ত্রী আগামী ২৭ ফেব্রুয়ারি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরবেন। মঙ্গলবার রাতে আখাউড়া দিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মো. শাহীন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের মানুষের ক্রয় ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

আপডেট সময় : ১২:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গত ১৩ বছরে সাড়ে চারগুণ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । তিনি বলেন, মানুষের ক্রয় ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারণে পুরও বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে যোগদানকালে দু’দেশের শূন্যরেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব প্রশংসা করছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রশংসা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা উন্নয়নে কিছু দেখতে পায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরা মানুষকে প্রতারিত করেছে। তারা যখন ক্ষমতায় ছিল নিজেদের আখের ঘুছিয়েছে। তারা হাওয়া ভবন পরিচালনা করে সমান্তরাল সরকার পরিচালনা করেছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে নিয়ে গেছে। তারেক জিয়া বিদেশে বসে এখন বিলাসবহুল জীবনযাপন করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা যদি অপরাজনীতি না করত, সবকিছুতে না না-বলতো তাহলে গত ১৩ বছরে দেশ আরও অনেক দূর এগিয়ে যেত।

এসময় তিনি বাংলাদেশের চ্যানেলগুলো ভারতের বিভিন্ন রাজ্যে প্রচার বিষয় নিয়েও কথা বলেন। এর আগে এদিন বিকেলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন নায়ক-নায়িকা সহ ২৮ সদস্যের প্রতিনিধি দল। একই পথে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের অবস্থান করবেন। তিনি ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরার আগরতলার দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব এবং ২৪ থেকে ২ মার্চ পর্যন্ত আসামের গৌহাটির প্রথম বাংলাদেশ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন। এসব আয়োজনে তিনি প্রধান অতিথি থাকবেন। চলচ্চিত্রের অনেক তারকা ইতিমধ্যেই ভারতে গেছেন।

মন্ত্রী আগামী ২৭ ফেব্রুয়ারি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরবেন। মঙ্গলবার রাতে আখাউড়া দিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মো. শাহীন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু প্রমুখ উপস্থিত ছিলেন।