আজ থেকে শুরু ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’
- আপডেট সময় : ১২:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২ ৫৬৩১ বার পড়া হয়েছে
দর্শক নন্দিত কমেডি ঘরানার ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ আজ শুক্রবার ১১ মার্চ থেকে শুরু হচ্ছে। দেশের বেসরকারি টেলিভিশন চ্যালেন বাংলাভিশনে নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে শুক্র-শনি-রোববার রাত ৮টা ২৫ মিনিটে। কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় নাটকটি সিজন ওয়ান, টু, থ্রি দর্শকদের সারা জাগিয়েছে। এবার নিয়ে এসেছে সিজন ফোর।
নাটকটিতে অভিনয় করেছেন- জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, পারসা ইভানা, আশুতোষ সুজন, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারী, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমূলসহ অনেকে।
এ নাটক সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, গল্পনির্ভর কমেডি ঘরানার ধারাবাহিক নাটক এটি। ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ আগের সফল ৩ সিজনের মতো নানান মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে। আশা করি সবার ভালো লাগবে।