সিরিজ জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে টাইগাররা
- আপডেট সময় : ০৩:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২ ৩০৪৫ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ান-ডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিলেন বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারায় সিরিজে সমতা আসে। আজকের শেষ ম্যাচটি তাই অঘোষিত ফাইনাল। বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। যা ছিলো দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যেকোন ভার্সনে টাইগার দলের প্রথম জয়। তবে দ্বিতীয় ম্যাচে টাইগারদের সাত উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানের উইকেট ছিল বাংলাদেশ দলের জন্য সহায়ক।
তাই সিরিজ নির্ধারণী ম্যাচটি সেঞ্চুরিয়নে হওয়ার কারণে তামিম সেরা কিছুরই আশা করছেন। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজকে স্মরণীয় করে রাখার আশা ছাড়তে রাজি নন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে হারের পরও বাংলাদেশ দলে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরিবর্তিত থাকলে একই স্কোয়াড নিয়েই টানা ছয়টি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।