ওয়ান ব্যাংক লিমিটেড এর আমিন বাজার এজেন্ট শাখার উদ্ধোধন
- আপডেট সময় : ০৩:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ৯৮৪৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের আমিন বাজারে ওয়ান ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন বাবুল প্রধান অতিথি ও নোয়াখালী জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন এর উপস্থিতিতে উক্ত এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়।
ওয়ান ব্যাংক সোনাপুর উপ শাখার ম্যানেজার জসিম উদ্দিন এর সভাপতিত্বে এবং ওয়ান ব্যাংক আমিন বাজার আউটলেট শাখার পরিচালক, আমিন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হাকিম সুজন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুস সালাম, ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা অফিসার আবু সুফিয়ান, আমিন বাজার পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান, শহর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইউসুফ, শাহ আলম রিপন প্রমূখ।
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা ওয়ান ব্যাংক লিমিটেড এর আমিন বাজার এজেন্ট শাখার পরিচালক আবদুল হাকিম সুজন এর সাহসিকতার প্রসংশা করে বলেন, এ বাজারে তার এমন উদ্যোগের কারণে দূর্ঘম এলাকার মানুষদের কাছে খুব অল্প সময়ের মধ্যে ব্যাংকিং সেবা পৌছে দিতে পারবে। তার এ সেবার কারণে আস্তা ফিরে আসবে সাধারণ মানুষের। আগ্রহ জাগবে এজেন্ট ব্যাংকিং এর উপর। এসময় সকলে উক্ত এজেন্ট ব্যাংকিং শাখার উত্তরোত্তর সফলতা কামনা করেন।