জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নোয়াখালীতে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৮:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২ ৮৩০১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই শনিবার থেকে ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।
শনিবার সকালে জেলা ও কবিরহাট উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য সপ্তাহের প্রথম দিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্তকরণ, মাছ বাজার মনিটরিং, মাছে পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী এবং মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।
তারা আরও বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য উৎপাদনে সামাজিক আন্দোলনের শুভ সূচনা করেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল এবং জেলা-উপজেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।