সংবাদ শিরোনাম ::
শেখ কামালের জন্মদিনে নোয়াখালীতে ক্রীড়া সামগ্রী বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২ ৬৬১৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক খেলাধুলার পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে নোয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে জেলা সেচ্ছাসেবক লীগ। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিলো, ফুটবল, ক্রিকেট প্যাডসহ বিভিন্ন সামগ্রী।
শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে প্রায় ২০জন শিক্ষার্থীদের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, জেলা সেচ্ছাসেবক লীগের নেতা রহমত উল্যাহ ভূঁঞা, সৈয়দ রাসেল, আবু ছায়েদ বাবু, ছাত্রলীগ নেতা কাজী লুৎফুল জারিফ অমিয়সহ অনেকে।