সংবাদ শিরোনাম ::
৭ হাজার পিছ ইয়াবাসহ আটক নারী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ২৫১৪৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ৭ হাজার পিছ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত আসমা বেগম (৩০) সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের ইউনুছের স্ত্রী।
সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার পুরাতন পুলিশ কোয়ার্টার থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৭ হাজার পিস ইয়াবা ও ৮ গ্রাম আইচ উদ্ধার করা হয়।
গতকাল সোমবার রাতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত নারী ও তার স্বামী দীর্ঘদিন কক্সবাজার উখিয়া থেকে মাদক এনে বিভিন্ন স্থানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। অভিযানের সময় টের পেয়ে তার স্বামী ইউনুছ পালিয়ে যায়।