সেনবাগে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- আপডেট সময় : ০৩:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ৩৫৬৫৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে মো. আবুল কাশেম (৬০) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।
নিহত আবুল কাশেম পাশ্ববর্তী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগনানন্দ গ্রামের হানিফ মিয়ার বাড়ীর হানিফ মিয়ার ছেলে ।
স্থানীয়রা সূত্রে জানা যায়, মৃত আবুল কাশেম দীর্ঘ ৮/৯ বছর যাবত সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির অশ্বদিয়া গ্রামের শফিকুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থেকে বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করত। মঙ্গলবার রাত ৮টারদিকে তার হঠাৎ নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকলে সে দ্রুত স্থানীয় অশ্বদিয়া বাজারের পল্লী চিকিৎসক শম্ভু কুমার আর্চায্যের ফার্মেসীতে আসেন চিকিৎসা নেওযার জন্য। এসময় সে গুরুত্ব অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১০টারদিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই সেনবাগ থানা পুলিশ সেনবাগ সরকারি হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এবিষয়ে আইনগত বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।