কবিরহাটে নেতা কর্মীদের মাঝে ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ০৯:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৯৫৮৫ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:-
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের এর পক্ষে নোয়াখালী কবিরহাট উপজেলার সকল নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ হাজার শাড়ি-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫ টার সময় কবিরহাট পৌরসভা কার্যালয়ে সকল ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ওবায়দুল কাদের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র জহিরুল হক রায়হান।
ঈদ উপহার বিতরণকালে কবিরহাট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, পৌর মেয়র জহিরুল হক রায়হান বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ উপলক্ষে কবিরহাট উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ১০ হাজার শাড়ি লুঙ্গি এবং কিছু নগদ টাকা পাঠান, আজকে সকল ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের মাঝে এ ঈদ উপহার বুঝিয়ে দিলাম। চেয়ারম্যান ও দলের সভাপতি-সম্পাদকরা নেতাকর্মীদের সাথে সমন্বয় করে যার যার ইউনিয়নে এসব শাড়ি-লুঙ্গী বিতরণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম প্রমূখ।