টেস্ট থেকেই অবসর নিলেন হাসারাঙ্গার
- আপডেট সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
টেস্ট ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ২৬ বছর বয়সে মাত্র ৪ টেস্ট খেলে ক্রিকেটের এই বনেদি সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
তবে ঠিক কেন এই আকস্মিক সিদ্ধান্ত, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। ডেইলি মিররের প্রতিবেদনে জানানো হয়, মূলত রঙিন পোশাকের ক্রিকেটে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত হাসারাঙ্গার। নিজের এই সিদ্ধান্ত এরইমধ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। জানিয়েছেন, শর্টার ফরম্যাটের ক্রিকেটেই নিজের সেরাটা দিতে চান তিনি।
টেস্ট ক্রিকেটে কেবল ৪ ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। ২৮ গড়ে করেছেন ১৯৬ রান। আর বল হাতে পেয়েছেন ৪ উইকেট।
টেস্টে বিবর্ণ হলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বেশ ভালোভাবেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৫ম স্থানে আছেন তিনি। ওয়ানডেতে আছেন ৮ম স্থানে। চলমান লঙ্কা প্রিমিয়ার লিগেও ব্যাটে বলে নৈপুণ্য দেখাচ্ছেন হাসারাঙ্গা।