হাতিয়ায় ফুল দিয়ে ইউএনওদের বরণ ও বিদায়ী সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
হাতিয়া প্রতিনিধিঃ
বদলিজনিত কারণে নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. কায়সার খসরু কে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে নবাগত ইউএনও সুরাইয়া আক্তার লাকীকে হাতিয়া উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী।
শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. কেফায়েত উল্যাহ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) গোলাম সারোয়ার, আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন, জেলা পরিষদের সদস্য মহি উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা জামরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ অন্যান্য সম্মানিত সুধীজন উপস্থিত ছিলেন।