ধানসিঁড়ি ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী প্রার্থী ফারুকের হুন্ডা শোডাউন
- আপডেট সময় : ১১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নে আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলনকে সামনে রেখে ধানসিঁড়ি ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী প্রার্থী ফারুক উদ্দিনের সমর্থনে প্রায় ৩শতাধিক হুন্ডা নিয়ে শোডাউন করেছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে ধানসিঁড়ি ইউনিয়নের জনতা বাজার (ল্যাংগার দেকান) থেকে হুন্ডা শোডাউনটি শুরু হয়ে উপজেলা সদর ও পুরো ধানসিঁড়ি ইউনিয়ন প্রদক্ষিণ করে জনতা বাজার (ল্যাংগার দেকান) গিয়ে শেষ হয়।
এসময় যুবলীগের সেক্রেটারী প্রার্থী ফারুক উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন যাবত ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ৩নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করে আসছি। দলকে আরো সু-সংগঠিত করতে আসন্ন সম্মেলনে আমি ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী প্রার্থী হয়েছি। আমি আশাকরি পূর্বের ন্যায় আমার নেতারা আমাকে এ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন যুবলীগের সেক্রেটারীর দায়িত্ব দিবেন। আার আমিও দায়িত্ব পেলে দলকে সু-সংগঠিত করে আগামী নির্বাচনে নৌকার বিজয়ে কাজ করে যাবো।