কবিরহাট আই এইচটির নতুন শিক্ষার্থীদের শিক্ষাক্রম শুরু ও পরিচিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
কবিরহাট প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাটে ইনস্টিটিউট অব হেল্থ টেকনলোজি (আই এইচটি) এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) বেলা ১২ ঘটিকায় কবিরহাট আই এইচটির সভাকক্ষে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
আই এইচটি কবিরহাট, নোয়াখালীর অধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
এসময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, আই এইচটির সহকারী পরিচালক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসমাইল, কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ, কবিরহাট উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক সেলিম প্রমুখ।
এসময় উপস্থিত অতিথি বৃন্দ তাদের স্বাগত বক্তব্যে আই এইচটির নতুন- পুরাতন সকল শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করে তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।