পোনা অবমুক্ত’র মধ্য দিয়ে নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- আপডেট সময় : ০৬:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে নোয়খালীর কবিরহাট ও বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল ১০ ঘটিকায় কবিরহাট উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাতের উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার আলম।
পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনাসভা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য জীবিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিসারের কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আমির হোসেন, কৃষি কর্মকর্তা শামস্ এ আরেফিন, যুব উন্নয়ন কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সফল মৎস্য চাষিরা।
অপরদিকে একই দিন দুপুরে বেগমগঞ্জে র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস কর্মকর্তা (অ:দা:) মাসুমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলী’সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
এ সময় মৎস সেক্টরে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।