সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০ ২৯৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে আনাবীর রহমান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বসন্তেরবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনাবীর রহমান ওই গ্রামের মাঈন উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালপুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হুদা বলেন, আনাবীর স্থানীয় বসন্তেরবাগ বাজারে তার চাচাদের সাথে দোকান করতো। শুক্রবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের আব্দুল খালেকের দোকানের টিনের সাথে হেলান দিয়ে দাঁড়ায় আনাবীর। এসময় খালেকের দোকানের বাহিরের অংশের টিনগুলো বিদ্যুতায়িত হয়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় আনাবীর।