করোনায় যুগ্ম সচিব জাফর খানের মৃত্যু
- আপডেট সময় : ০৩:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০ ২৫৯ বার পড়া হয়েছে
ডেস্ক:
মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাত আটটার দিকে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের নবম ব্যাচের এই কর্মকর্তা বিবিএসের কম্পিউটার শাখার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
মোহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাফর আহম্মদ খান। পরে আইসিইউর প্রয়োজন পড়লে তাকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন জাফর। সেখানেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, জাফর আহম্মদ খানের বাড়ি বরিশালে। সেখানেই তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।