সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০ ১২৩২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী রিহান উদ্দিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে ৮নং ওয়ার্ড চরকৈলাশ গ্রামের শাহীন হুজুরের বাড়ীর পুকুর থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়। নিহত রিহান উদ্দিন ওই বাড়ীর শাহীন হুজুরের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে তার প্রতিবেশী মাস্টার সাখওয়াত হোসেন জানান, দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে গিয়ে ডুবে যায় রিহান। বিকাল পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোজাখুঁজি করে। এর একপর্যায়ে তাদের বাড়ীর পুকুরে রিহানের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্জন কান্তি দাস বলেন, চরকিং ৮নং ওয়ার্ডে পানিতে ডুবে এক শিশু মারা গেছে বলে শুনেছি।